Header Ads

Header ADS

Class 1 Math অধ্যায় ৭.৫ পৃষ্ঠা ৩৭


অধ্যায় ৭.৫        পৃষ্ঠা ৩৭
     
৪) রিমুর ৪ টি বেলুন আছে। তাকে আরও ২ টি বেলুন দেওয়া হলো। এখন তার কতগুলো বেলুন হলো?
উঃ      রিমুর বেলুন আছে        ৪ টি
(+) তাকে আরও বেলুন দেওয়া হল        ২ টি
এখন তার কাছে বেলুন হল        ৬ টি
উঃ ৬ টি

৫) সুমন ৩ টি ফুলে লাল এবং ৫ টি ফুলে হলুদ রং করল। সবমিলে সুমন কতগুল ফুল রং করল?
          উঃ      লাল রং করল ৩ টি
          (+)     হলুদ রং করল ৫ টি
          মোট রং করল          ৮ টি
উঃ      ৮ টি

৬) দুইটি কার্ডের সংখ্যার যোগফল কত?  ↑ ৪ ↑      ↑ ৩↑
উঃ  দুটি কার্ডের যোগফল (৪+৩)
                             = ৭ টি
উঃ যোগফল ৭

৭) বাগানে ৪ জন শিশু ছিল। পরে আরও ৫ জন শিশু তাদের সাথে যোগ দিল। বাগানে মোট শিশুর সংখ্যা কত?
উঃ      বাগানে শিশু ছিল         ৪ জন
(+)     পরে আরও যোগ দিল    ৫ জন
বাগানে মোট শিশুর সংখ্যা         ৯ জন

উঃ      ৯ জন


৮) রেজার কাছে ৩ টি কলা ছিল। তার বাবা তাকে আরও ৭ টি কলা দিল। এখন তার কতগুল কলা হল?
উঃ      রেজার কলা ছিল          ৩ টি
(+)     তার বাবা তাকে দিল     ৭ টি
তার এখন মোট কলা হল                   ১০ টি

উঃ      ১০ টি


৯) ২+৩ যোগের জন্য একটি গল্প তৈরি করি।
উঃ      আমার কাছে ২ টি কালম ছিল। বাবা আরও ৩ টি কলাম দিলেন। এখন আমার কাছে মোট কতগুল কলম হল?

No comments

Theme images by fpm. Powered by Blogger.