Header Ads

Header ADS

Class 1 Math অধ্যায় ৭.৪ পৃষ্ঠা ৩৩



অধ্যায় ৭.৪    পৃষ্ঠা ৩৩
    ** দেখি পারি কি না!
  
খেলার মাঠে ২ জন শিশু খেলছিলএকটু পরে ১ জন শিশু আসলএর পরে আরও ৪ জন শিশু আসল। এখন মাঠে কত জন খেলছে?

উঃ      খেলার মাঠে শিশু ছিল ২ জন
          একটু পরে শিশু আসল ১ জন
(+)     এর পরে আরও আসল ৪ জন
          এখন মাঠে খেলছে   ৭ জন
উঃ ৭ জন

৩) রাজু একটি বই পড়ছে। সে গত পরশু দিন ৩ পৃষ্ঠা পড়ছে। গতকাল ২ পৃষ্ঠা পড়ছে এবং আজ সে ৪ পৃষ্ঠা পড়ছে। সে মোট কত পৃষ্ঠা পড়ছে?
উঃ      সে গত পরশু দিন পড়েছে   ৩ পৃষ্ঠা
                   গতকাল পড়ছে      ২ পৃষ্ঠা
             (+) আজ পড়েছে        ৪ পৃষ্ঠা
            সে মোট পড়েছে           ৯ পৃষ্ঠা
উঃ ৯ পৃষ্ঠা

৪) মিঠুর ১ টি বিস্কুট ছিল। তার বাবা তাকে ৭ টি বিস্কুট দিলেন। তার মা তাকে আরও ২ টি বিস্কুট দিলেন। এখন তার কতগুলো বিস্কুট হলো?
উঃ                মিঠুর বিস্কুট ছিল  ১ টি
          তার বাবা বিস্কুট দিলেন   ৭ টি
(+)     তার মা বিস্কুট দিলেন     ২ টি
          তার মোট বিস্কুট হল     ১০ টি
উঃ ১০ টি

No comments

Theme images by fpm. Powered by Blogger.