Header Ads

Header ADS

Class 1 Math অধ্যায় ১৭.২ পৃষ্ঠা ৮৬,পৃষ্ঠা ৮৭


অধ্যায় ১৭.২   পৃষ্ঠা ৮৬

**রেজার গল্পের বই আছে ২৫ টি এবং মিনার গল্পের বই আছে ১২ টি। মিনার থেকে রেজার কতটি গল্পের বই বেশি আছে?
সমাধানঃ  রেজার গল্পের বই আছে  ২৫ টি
(-)                মিনার বই আছে  ১২ টি
   মিনার থেকে রেজার বেশি আছে  ১৩ টি
উঃ  ১৩ টি

**আকাশ ৩৪ টাকা নিয়ে বাজারে গেল এবং সবজি কিনল। এখন তার কাছে ১৪ টাকা আছেসে সবজির জন্য কত টাকা খরচ করল?
সমাধানঃ  আকাশ সবজি কিনল  ৩৪ টাকার
(-)এখন তার কাছে টাকা আছে  ১৪ টাকা
সে সবজি কিনল  ২০ টাকার
উঃ  ২০ টাকার

পৃষ্ঠা ৮৭
১)  বিয়োগ করিঃ



    ১)  ২৯
     -   ১৬
  ১৩
উঃ ১৩
২) ৩৭
-   ১৫
    ১২
উঃ ১২
৩)  ৪৮
-   ১৩
    ৩৫
উঃ ৩৫
৪)  ২৪
-    ১৪
      ১০
উঃ ১০
৫)  ৩৮
-   ৩১
     
উঃ ৭
৬)  ৪৯
-   ৪৩
    ১০
উঃ ১০
৭)  ২৫
-    ১০
     ১৫
উঃ ১৫
৮)  ৪৫
-   ৪০
     ১৫
উঃ ১৫
৯)  ৩০
-    ২০
     ১০
উঃ ১০
১০)  ৫০
-     ১০
      ৪০
উঃ ৪০

নিজে নিজে চেষ্টা করিঃ
১১)  ৪১
-     ৪১
১২)  ২০
-     ২০
১৩)   ৩৯
-        
১৪)   ৪৬
-        
১৫)   ৩২
-       
       



১৬) ৩৫ ১৩=২২      ১৭) ৪৭ ২৬=২১     ১৮) ৩১ ১১=২০     ১৯) ২৯ ২২=৭  
২০) ৩০ ১০=২০      ২১) ২৩ ২৩=০০      ২২) ২৪ ৩=২১      ২৩) ৩৮ ৮=৩০   
২৪) ৫০ ০=৫০

২) তাসলিমার ৩৭ টি সাদা কাগজ ছিল। সে ছবি আঁকতে ১৫ টি ব্যবহার করব। তার কাছে কতগুলো সাদা কাগজ রইল?
সমাধানঃ   তাসলিমার সাদা কাগজ ছিল  ৩৭ টি
(-)        সে ছবি আঁকতে ব্যবহার করে  ১৫ টি
                    তার কাছে কাগজ রইল ২২ টি
উঃ  ২২ টি

৩) সাকিব ৪৮ টাকার একটি খেলনা কিনতে চায়। কিন্তু তার মাত্র ২৮ টাকা আছে। খেলনাটি কিনতে তার আরও কত টাকা প্রয়োজন?
সমাধানঃ  খেলনাটির দাম  ৪৮ টাকা
(-)      তার কাছে আছে  ২৮ টাকা
খেলনাটি কিনতে প্রয়োজন ২০ টাকা
উঃ  ২০ টাকা

৪) ২য় শ্রেণীতে ২২ জন এবং ১ম শ্রেণীতে ৩৪ জন শিক্ষার্থী আছে। কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি কত বেশি?
সমাধানঃ  ১ম শ্রেণীতে শিক্ষার্থী আছে  ৩৪ জন
 (-)       ২য় শ্রেণীতে শিক্ষার্থী আছে   ২২ জন
            ১ম শ্রেণীতে শিক্ষার্থী  বেশি  ১২ জন
উঃ  ১২ জন

৫) একটি গল্পের বইয়ের পৃষ্ঠার সংখ্যা ৫০। মিতা ২০ পৃষ্ঠা পড়া শেষ করেছে। কত পৃষ্ঠা পড়া হয়নি?
সমাধানঃ  গল্পের বইয়ের পৃষ্ঠার সংখ্যা ৫০ পৃষ্ঠা
              (-)        মিতা পড়েছে   ২০ পৃষ্ঠা
                         তার পড়া হয়নি ৩০ পৃষ্ঠা
উঃ  ৩০ পৃষ্ঠা

No comments

Theme images by fpm. Powered by Blogger.