মুক্তিযোদ্ধাদের কথা
পাঠ ৫৫
মুক্তিযোদ্ধাদের কথা
**শব্দ দিয়ে বাক্য লিখি।
বঙগবন্ধু= বঙগবন্ধু মুক্তিযোদ্ধের ডাক দেন।
বাঙালি= বাঙালিরা দেশের জন্য
যুদ্ধ করে।
পতাকা= পতাকা একটি দেশের প্রতীক।
**জাতির পিতাকে নিয়ে তিনটি বাক্য লিখ।
উঃ জাতির পিতাকে নিয়ে তিনটি বাক্য হলোঃ
১) আমাদের জাতির পিতার নাম শেক মুজিবুর রহমান।
২) তার জন্ম ১৭ মার্চ ১৯২০
৩) তিনি মুক্তিযোদ্ধের ডাক দেন।

No comments