মুমুর সাত দিন
পাঠ ৪৮
মুমুর সাত দিন
ভেঙে লিখিঃ | ক্র= | ক + ্র্র্র |
| ঙগ= | ঙ + গ |
| প্ত= | প + ত |
| স্ক= | স + ক |
| স্প= | স + প |
**মুমু কোন কাজ কি বারে করে তা বলি ও লিখি।
ক) বাগান দেখাশোনা করে রবিবারে।খ) খেলাধুলা করে শুক্রবারে।
গ) পড়ার টেবিল সাজায় শনিবারে।
ঘ) ছবি আঁকে বৃহস্পতিবারে।
ঙ) সাঁতার কাটে মঙ্গলবারে।
চ) নিজের ঘর সাফ করে বুধবারে।
ছ) গান শেখে সোমবারে।
** আমি কোন বারে কি কাজ করি তা ছকে দেওয়া হল
| শনিবার | তুমি নিজে ভেবে লিখ |
| রবিবার | |
| সোমবার | |
| মঙ্গলবার | |
| বুধবার | |
| বৃহস্পতিবার | |
| শুক্রবার | |
*তোমার স্কুল সপ্তাহে কোন দিন ছুটি থাকে?
→উঃ আমার স্কুল সপ্তাহে শুক্রবার ছুটি থাকে।

No comments