পাঠ ৫৩ ছবি নিয়ে কথা ছবি নিয়ে কথা ** ছবি দেখি ও ইচ্ছেমতো ছয়টি শব্দ লিখি। মানুষ, আম, ঘর, গাছ, বাঘ, দোয়েল, (নদী, মাছ, কাঁঠাল,......) **ছবি দেখে তিনটি বাক্য লিখি। ১) একটি লোক বাঁজার নিয়ে বাড়ি ফিরছে। ২) ময়েটি আম কুঁড়োয়। ৩) নদীর ওপারে বাঘ দেখা যাচ্ছে।
No comments