Class 1 Math অধ্যায় ৮.৫ পৃষ্ঠা ৫০
অধ্যায়
৮.৫ পৃষ্ঠা
৫০
২)
লিজার ৮ টি খেলনা ছিল। সে ছোট বোনকে ৩ টি খেলনা দিল। এখন তার কাছে কয়টি খেলনা রইল?
উঃ লিজার খেলনা ছিল ৮ টি
এখন
তার কাছে খেলনা রইল ৫ টি
উঃ ৫ টি
৩)
একটি গাছে ৬ টি পাখি বসেছে। ২ টি পাখি উড়ে গেল। কয়টি পাখি রইল?
উঃ একটি গাছে পাখি বসেছে ৬ টি
পাখি রইল
৪ টি
উঃ ৪ টি
৪)
একটি শ্রেণীকক্ষে ৮ জন ছাত্র-ছাত্রী বসে আছে। তাদের মধ্যে ৩ জন ছাত্রী।
শ্রেণীকক্ষে কতজন ছাত্র আছে?
উঃ শ্রেণীকক্ষে ছাত্র-ছাত্রী বসেছে ৮ জন
শ্রেণীকক্ষে ছাত্র আছে ৫ জন
উঃ ৫ জন
৫)
খালি ঘর পূরণ করি।
১) ৫ – ৩ = ২ ২) ৭ – ৪ = ৩
৩) ৬ – ৪ = ২ ৪) ৯ – ৫= ৪

No comments